Site icon দৈনিক মাতৃকণ্ঠ

নৌকার বিপক্ষে প্রচারণা চালাচ্ছেন গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান!

অল্প ক’দিন আগেও তিনি(এবিএম নূরুল ইসলাম) ছিলেন নৌকার মাঝি। আওয়ামী লীগের দলীয় মনোনয়নে নৌকা প্রতীকের প্রার্থী হয়ে দ্বিতীয়বারের মতো রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একই সাথে তিনি গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য। সেই এবিএম নূরুল ইসলামই এখন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম মন্ডলের বিপক্ষে দাঁড়িয়ে বিদ্রোহী প্রার্থী আব্দুর রহমানের(আনারস) প্রতীকের সমর্থনে প্রচারণা চালাচ্ছেন। এমনকি তিনি নৌকা প্রতীককে নিয়ে কটাক্ষও করছেন। ওই পথসভায় উপজেলা আওয়ামী লীগের আরো কয়েক জন নেতা দলীয় প্রতীক নৌকার বিপক্ষে এবং আনারস প্রতীকের সমর্থনে বক্তব্য রাখেন। ছবি ও ভিডিও গতকাল ১২ই জুলাই বিকালে দৌলতদিয়া ইউনিয়নের চর দৌলতদিয়া হামিদ মৃধার হাটে আনারস প্রতীকের নির্বাচনী পথসভা থেকে তোলা -মাতৃকণ্ঠ।