॥রফিকুল ইসলাম॥ স্কেলভুক্ত করা এবং বকেয়া বেতন প্রদানের দাবীতে বাংলাদেশ এক্সট্রা মোহরার(নকল নবিস) এসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার আয়োজনে গতকাল ১৫ই ডিসেম্বর বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী সদর সাব রেজিস্ট্রি অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা এক্সট্রা মোহরার(নকল নবিস) এসোসিয়েশনের সভাপতি শ্যামা প্রসাদ পালের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে জেলা শাখার সহ-সভাপতি আনন্দ কুমার, সাধারণ সম্পাদক কুব্বাত শেখ, সহ-সাধারণ সম্পাদক আঃ জব্বার মৃধা, সাংগঠনিক সম্পাদক খন্দকার হাসান মাহমুদ মহসিন, কোষাধ্যক্ষ কৃষ্ণ কুমার বিশ্বাস, প্রচার সম্পাদক মহির উদ্দিন, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান চুন্নু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ শামছুর রহমান, কার্যকরী সদস্য শাহজাহান মোল্লা, সদর সাব-রেজিস্ট্রি অফিস দলিল লেখক সমিতির সভাপতি আব্দুস সাত্তার চৌধুরী, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিন্টু, পাংশা উপজেলা এক্সট্রা মোহরার (নকল নবিস) এসোসিয়েশনের সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রাকিব, কোষাধ্যক্ষ আঃ রশিদ, বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি বিপুল দেবনাথ, গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি কালাম মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ এক্সট্রা মোহরারদের(নকল নবিস) স্কেলভুক্ত করা, বকেয়া বেতন পরিশোধ, ১৯৭৩ সালে দেওয়া বঙ্গবন্ধুর ঘোষণার (১৯৮৪ সালে বর্তমান প্রধানমন্ত্রীর সমর্থনকৃত) বাস্তবায়নসহ বিভিন্ন দাবী তুলে ধরেন।
উল্লেখ্য, রাজবাড়ী জেলাসহ সারা দেশের এক্সট্রা মোহরারগণ(নকল নবিস) উল্লেখিত দাবীতে গত ৪ঠা ডিসেম্বর থেকে লাগাতার কলম বিরতি পালন করে আসছেন। দাবী মানা না হলে তারা ঢাকায় অবস্থানসহ আমরণ অনশন এবং আত্মাহুতি দেওয়ার মতো কর্মসূচীর সিদ্ধান্ত গ্রহন করেছেন।
স্কেলভুক্ত করা ও বকেয়া বেতনের দাবীতে রাজবাড়ীতে এক্সট্রা মোহরারদের এক ঘন্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ
