Site icon দৈনিক মাতৃকণ্ঠ

সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ পুরস্কার বিতরণ

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ এর পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১১ই জুলাই বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক দিলসাদ বেগম বক্তব্য রাখেন।
অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার শামসুন্নাহার চৌধুরীসহ শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক দিলসাদ বেগম তার বক্তব্যে বলেন, সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কারে রাজবাড়ী জেলার যেসকল শিক্ষার্থী জাতীয় পর্যায়ে পুরষ্কৃত হয়ে জেলার নামকে উজ্জ্বল করেছে তাদের নাম যাতে জেলার ওয়েবসাইটে অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের প্রতিযোগিতায় অনেক প্রতিযোগীই অংশগ্রহণ করে কিন্তু সব প্রতিযোগীই সব কিছুতে ভালো করতে পারে না। সে ক্ষেত্রে তাদেরকে আরো ভালো করার জন্য উৎসাহিত করতে হবে। তবেই জাতীয় পর্যায়ে রাজবাড়ী জেলার মান আরো উজ্জ্বল হবে। এতে শুধু শিক্ষার্থীরাই নয়, জেলার সকলের মুখই উজ্জ্বল হবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি জাতীয় ও জেলা পর্যায়ে পুরষ্কার প্রাপ্ত সকল শিক্ষার্থীকে ধন্যবাদ জানান। আলোচনা পর্বের শেষে রাজবাড়ী জেলা পর্যায়ের সৃজনশীল ক্যাটাগরীতে ১২টি এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ক্যাটাগরীতে ৮২টি পুরষ্কার বিতরণ করা হয়।