॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর এক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় গত ১০ই জুলাই বিকালে বখাটে টোকন বেপারী (২৭)কে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্কুল কর্তৃপক্ষ।
বখাটে টোকন বেপারী ইসলামপুর ইউনিয়নের বারাদী গ্রামের মৃত আনসার ব্যাপারীর ছেলে। এ ঘটনায় বহরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ মজিদ শেখ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বালিয়াকান্দি থানায় ১টি মামলা দায়ের করেছে। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে বখাটে টোকন ব্যাপারীকে গতকাল ১১ই জুলাই আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলা ও অন্যান্য সূত্রে জানা গেছে, বহরপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ওই ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে বখাটে টোকন বেপারী উত্যক্ত করে আসছিল। গত বুধবার বিকাল ৪টায় স্কুল ছুটি হওয়ার পর ওই ছাত্রী ভ্যানযোগে বাড়ীতে ফিরছিল। চর ফরিদপুর গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান আনছার আলীর বাড়ীর কাছে পৌঁছালে বখাটে টোকন বেপারী মোটর সাইকেলযোগে এসে ভ্যানটির গতিরোধ করে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয়। সে ওই প্রস্তাব প্রত্যাখান করলে বখাটে টোকন বেপারী ক্ষিপ্ত হয়ে তাকে জাপটে ধরে তাকে যৌন নিপীড়ন করে। এতে বাধা দিলে বখাটে টোকন ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়িভাবে চড়-থাপ্পড় মারে। এ সময় স্কুল ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে বখাটে টোকন ব্যাপারী মোটর সাইকেলযোগে পালিয়ে যায়। ওই ছাত্রীর পরিবার বিষয়টি বহরপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান খলিলুর রহমানকে জানালে তিনি এবং স্কুলের প্রধান শিক্ষক আঃ মজিদ শেখ বহরপুর বাজারস্থ সোনালী ব্যাংকের সামনে থেকে বখাটে টোকন ব্যাপারীকে আটক করে বালিয়াকান্দি থানা পুলিশের নিকট সোপর্দ করে। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ মজিদ শেখ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় বালিয়াকান্দি থানায় ১টি মামলা দায়ের করেন।
বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদা জানান, বখাটে টোকন ব্যাপারীকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
বহরপুরে স্কুল ছাত্রীকে যৌন নিপীড়নের আটক বখাটে টোকনকে পুলিশে শ্রীঘরে
