Site icon দৈনিক মাতৃকণ্ঠ

মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানালেন জেলা প্রশাসক

॥তনু সিকদার সবুজ॥ মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানিয়েছেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম।
গতকাল ৯ই জুলাই সকালে বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা পর্যায়ের কর্মকর্তা, সুধী সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজনদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, মাদক শুধু একটি পরিবারকেই নয়-পুরো সমাজ ও জাতিকে ধ্বংস করে দেয়। একটি সুখী-সমৃদ্ধ ও সুস্থ জাতি গঠনের লক্ষ্যে আমাদের সবাইকে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। সবাইকে মাদকের বিরুদ্ধে একসাথে কাজ করতে হবে। যারা আমাদের সন্তানদের হাতে মাদক তুলে দিচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সামাজিকভাবেও তাদেরকে বয়কট করতে হবে। এছাড়া বাল্য বিবাহ সমাজের একটি বড় ব্যাধি। মেয়েদেরকে বাল্য বিবাহ থেকে মুক্ত করে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। তিনি জেলা প্রশাসকের দায়িত্ব পালনে বালিয়াকান্দি উপজেলা জনপ্রতিনিধিসহ সকলের সহযোগিতা কামনা করেন।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহানের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার(ভূমি) শাহ্ মোঃ সজিবের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান মোল্লা, বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন সিকদার, জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নৃপেন্দ্র নাথ বিশ্বাস, বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ দায়িত্ব পালনে জেলা প্রশাসকের সাফল্য কামনা করেন এবং তাকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক দিলসাদ বেগমে উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্রেস্ট উপহার দেয়াসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।