॥কাজী তানভীর মাহমুদ॥ ময়মনসিংহ জেলার ঐতিহ্যবাহী কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্র নাথের ১৫৮তম জয়ন্তী উদযাপিত হয়েছে।
অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে নৃত্য পরিবেশন করে সবাইকে মুগ্ধ করেন ভরত নাট্যম, লোকনৃত্যে বিস্ময়কর প্রতিভা রাজবাড়ী জেলার মেয়ে প্রিয়াংকা সরকার।
গত ২রা জুলাই সন্ধ্যায় রবীন্দ্র জয়ন্তী উদযাপন কমিটি ২০১৯ (জাককানইবি)-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ জমকালো অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে অনান্য সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি অতিথি শিল্পী হিসেবে নৃত্য পরিবেশন করেন প্রিয়াংকা।
নৃত্য শিল্পী প্রিয়াংকা আইসিসিআর(ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস) স্কলারশীপ নিয়ে নৃত্য বিষয়ে কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর করছেন। এরআগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন প্রিয়াংকা সরকার।
প্রিয়াংকা সরকার জানান, আমি কৃতঙ্গতা জানাই কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্র জয়ন্তী উদযাপন কমিটির প্রতি। বিশেষ করে আল জাবির স্যারের প্রতি। যিনি আমাকে এতো বড় সুযোগ করে দিয়েছেন। সকলের দোয়া নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই।