Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দির নবাগত ইউএনও ইশরাত জাহানের দায়িত্ব গ্রহণ

॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান দায়িত্ব গ্রহণ করেছেন।
গতকাল ৮ই জুলাই সকালে তিনি নিজ কর্মস্থলে এসে পৌঁছালে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ তাকে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তিনি দায়িত্ব পালনে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ৩০তম বিসিএস(প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। ২০১২ সালে তিনি সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। এরপর তিনি হবিগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার সহকারী কমিশনার(ভূমি) পদে যোগদান করেন। ২০১৮ সালে ফরিদপুর জেলা প্রশাসনের আরডিসি(রেভিনিউ ডেপুটি কালেক্টর) হিসেবে যোগ দেয়ার পর পদোন্নতি পেয়ে ফরিদপুর সদর উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ইশরাত জাহানের স্বামী মোহাম্মদ মোবাশ্বের হাসান বর্তমানে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) হিসেবে কর্মরত আছেন। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জননী। তার জন্ম মুন্সিগঞ্জ জেলা সদরে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা সমাপ্ত করেছেন।