॥মনির হোসেন॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা পরিষদের আয়োজনে গতকাল ৭ই জুলাই বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা পর্যায়ের কর্মকর্তা, সুশীল সামাজের নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে নবাগত জেলা প্রশাসক দিলসাদ বেগমের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কালুখালী উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, আমি আপনাদের সাথে মিলেমিশে ভালো কাজ করে যাবো। আপনারা আমাকে সহযোগিতা করবেন, প্রয়োজনীয় পরামর্শ দিবেন। সুষ্ঠু-সুন্দর সমাজ গঠনে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্য বিবাহসহ সকল অপরাধমূলক কাজ থেকে দূরে থাকতে হবে। তাহলেই সুষ্ঠু-সুন্দর সমাজ গড়ে উঠবে। এক হয়ে কাজ করলে আমরা মানুষের জন্য ভালো কিছু করতে পারবো।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালুখালী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো।
তিনি বলেন, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান হিেেসব জেলা প্রশাসককে সার্বিক সহযোগিতা করে যাবো। জনগণের পাশে থেকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্য বিবাহ নির্মূল করবো ইনশাল্লাহ্।
সভায় নবাগত জেলা প্রশাসক দিলসাদ বেগমের কর্মজীবন তুলে ধরেন কালুখালী উপজেলার সহকারী কমিশনার(ভূমি) সাদিয়া ইসলাম লুনা।
অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনায়েত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ডলি পারভীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নূরুল ইসলাম, কালুখালী কলেজের সাবেক অধ্যক্ষ একেএম জয়নাল আবেদীন, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মজনু, খায়রুল ইসলাম, খায়ের, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক মাস্টার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শরৎ চন্দ্র বিশ্বাস, পাংশার উপ-বিভাগীয় প্রকৌশলী এস.এম নূরুন নবী, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিউর রহমান নবাব, মৃগী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান ও রতনদিয়া রজনীকান্ত মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী প্রমুখ বক্তব্য রাখেন। মতবিনিময় সভার পূর্বে জেলা প্রশাসক দিলসাদ বেগম রতনদিয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।
উল্লেখ্য, নবাগত জেলা প্রশাসক দিলসাদ বেগম বিসিএস ২১তম ব্যাচের একজন কর্মকর্তা। গত ২৩শে জুন তিনি রাজবাড়ীর জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।
কালুখালীতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
