॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে গতকাল ৭ই জুলাই বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম জোরদারকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজিবের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির ও মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকৌশলী সজল কুমার দত্ত প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্তকর্তা, এনজিও প্রতিনিধি, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ভাতাভোগী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অজয় কুমার হালদার।
বালিয়াকান্দিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম জোরদারকরণ বিষয়ক সেমিনার
