Site icon দৈনিক মাতৃকণ্ঠ

দৌলতদিয়ায় ছিনতাইয়ের দায়ে দুই যুবকের ভ্রাম্যমান আদালতে জেল

॥গোয়ালন্দ প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশ গতকাল ৭ই জুলাই ভোরে দৌলতদিয়া ঘাটে অভিযান চালিয়ে ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো ঃ উপজেলার উত্তর দৌলতদিয়া মজিদ শেখের পাড়ার মৃত জামাল শেখের ছেলে হানিফ শেখ(২১) ও একই এলাকার আক্কাছ আলী মৃধার ছেলে মিজানুর রহমান মৃধা(২৩)। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত হানিফ শেখকে ৬মাস এবং মিজানুর রহমানকে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল-মামুন।
গোয়ালন্দ ঘাট থানার এস.আই মিজানুর রহমান জানান, ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ের প্রধান সহকারী আব্দুল জব্বার গত শনিবার দিবাগত রাতে ঢাকা যাবার পথে দৌলতদিয়া ঘাটে যানজটে আটকা পড়লে বাসের জানালা দিয়ে তার স্ত্রীর ভ্যানিটি ব্যাগ টান মেরে নিয়ে যায়। ওই ব্যাগে তিনটি মোবাইল ফোন ও কিছু নগদ টাকা ছিল। তাদের পিছু নিয়েও ধরতে না পারায় বিষয়টি থানা পুলিশকে জানায়।
গতকাল রবিবার সকালে দৌলতদিয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করলে তারা ব্যাগ নেওয়ার বিষয়টি স্বীকার করে এবং তাদের কাছ থেকে উক্ত মালামাল উদ্ধার করা হয়। পরবর্র্তীতে সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল-মামুন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দোষ স্বীকার করায় হানিফ শেখকে ৬মাস এবং মিজানুরকে ১মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।