Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশার নারায়নপুর দক্ষিণপাড়া বায়তুন নূর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা পৌর শহরের নারায়নপুর দক্ষিণপাড়া নির্মাণাধীন বায়তুন নূর জামে মসজিদের আনুষ্ঠানিক ভাবে ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
গতকাল ৬ই জুলাই দুপুরে মসজিদের ভিত্তি প্রস্তর নামফলক উন্মোচন করেন প্রধান অতিথি রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার।
নারায়নপুর দক্ষিণপাড়া বায়তুন নূর জামে মসজিদের সভাপতি মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাসান আলী বিশ্বাস, পাংশা পৌরসভার সাবেক মেয়র মোঃ ওয়াজেদ আলী মন্ডল ও পাংশা পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ বাদশা মন্ডল বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন মসজিদ কমিটির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আবুল কাশেম। উপস্থাপনা করেন নারায়নপুর দক্ষিণপাড়া বায়তুন নূর জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হোগলাডাঙ্গী মোহাম্মাদীয়া ইসলামিয়া কামিল মডেল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা মোঃ ইজ্জত আলী।
প্রধান অতিথি রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার বলেন, আল্লাহর ঘর মসজিদ হয়ে যাবে ইনশাল্লাহ। মসজিদ উন্নয়নে আমি প্রাথমিক পর্যায়ে দুই লাখ টাকা দিব। স্থানীয় অন্যান্য জনপ্রতিনিধিসহ ধর্মপ্রাণ মুসলমানদের মসজিদ উন্নয়নে সহযোগিতা প্রদানের আহবান জানিয়ে তিনি আরো বলেন, যুবসমাজকে মসজিদ মুখী করতে হবে। বাল্য বিবাহ, যৌতুক, মাদক, জঙ্গি ও দুর্নীতির বিরুদ্ধে স্ব-স্ব অবস্থান থেকে কাজ করতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পন্ন। বিদ্যুৎ, রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হচ্ছে। দেশের সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক সাফল্য আছে। অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ মসজিদ উন্নয়নে সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার খোন্দকার মোঃ সফিকুল ইসলাম, পাংশা সিদ্দিকীয়া সিনিয়র মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নুরুল ইসলাম, মোঃ আব্দুস সালাম মাস্টার, পাংশা পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, পাংশা সরকারী কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমান, হিসাব রক্ষণ অফিসের অবসরপ্রাপ্ত অডিটর মোঃ আব্দুর রব, আব্দুস সামাদ লাল্টু, মাওলানা মোঃ আশিকুল্লাহ, মোঃ সিরাজুল ইসলাম মাস্টার, মাহমুদুর রহমান মিনান, আজিজুল ইসলাম মন্ডল, মোঃ সরুজ সরদার, মোঃ আলমগীর হোসেন, ওবায়দুর রহমান, ডাঃ মোঃ মোক্তার হোসেন, মোঃ আকবর হোসেন, ঠিকাদার মোঃ মোক্তার হোসেন ও তোফায়েল আহম্মেদসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন ও মসজিদ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।