Site icon দৈনিক মাতৃকণ্ঠ

দেশকে এগিয়ে নিতে আ’লীগকে আরো শক্তিশালী করতে হবে—কাজী কেরামত আলী

॥লাবনী আক্তার॥ রাজবাড়ী পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৫ই জুলাই বিকালে কাজী হেদায়েত হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলী বক্তব্য রাখেন।
১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কানাই সরদারের সভাপতিত্বে কাউন্সিলে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, যুগ্ম-সাধারণ সম্পাদক এডঃ মোঃ শফিকুল আজম মামুন, পৌর আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ উজির আলী শেখ ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় রাজবাড়ী পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুদ্দিন আহম্মেদ সুজন ও ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর শেখ তিতুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের এবং ১নং ওয়ার্ডের কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলে গণতন্ত্রের বিশ্বাস করেন। আমরা চাই দলের সর্বস্তরে গণতন্ত্র চর্চা হোক। আজকের কমিটি গঠনের ক্ষেত্রেও গণতান্ত্রিকভাবে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে। আলাপ-আলোচনার মাধ্যমে সমঝোতা হলে ভালো, নইলে কাউন্সিলরা ভোট দিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করবেন। দেশকে এগিয়ে নিতে হলে দলকে আরো শক্তিশালী করতে হবে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
কাউন্সিলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৩জন করে প্রার্থী হন। তাদের মধ্যে বর্তমান সভাপতি কানাই সরদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও ফারুক পাটোয়ারী সভাপতি এবং নূরুল ইসলাম, আলাউদ্দিন আলা ও সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক প্রার্থী হন।
সম্মেলনের ২য় পর্বে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর উপস্থিতিতে দলীয় কার্যালয়ে আলোচনার মাধ্যমে রফিকুল ইসলামকে সভাপতি ও নূরুল ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এ সময় আগামী ৩মাসের মধ্যে ৭১সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটির করার জন্য নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে দায়িত্ব দেয়া হয়।
পরে নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক নুরুল ইসলামকে জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী গলায় ফুলের মালা পড়িয়ে শুভেচ্ছা জানান।