Site icon দৈনিক মাতৃকণ্ঠ

এরশাদের রোগমুক্তি কামনায় রাজবাড়ীতে দোয়া মাহফিল

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের রোগমুক্তি কামনা করে রাজবাড়ী জেলা জাতীয় পার্টির উদ্যোগে গতকাল ৫ই জুলাই বাদ জুম্মা প্রেসক্লাব সংলগ্ম মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এডঃ খন্দকার হাবিবুর রহমান বাচ্চু, সদস্য সচিব মোঃ মোকছেদুল মোমিন, জাতীয় পার্টি সদর উপজেলা শাখার সভাপতি রতন সরকার, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পৌর কমিটির সভাপতি মোঃ আসাদুজ্জামান চাঁদ, সাধারণ সম্পাদক কেএ রাজ্জাক মেরীন, জেলা কমিটির সদস্য আক্কাছ আলী বাবু, আসাদুল হক মিলনসহ জেলা ও অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা জাতীয় পার্টির কার্যালয়েও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।