Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বেলগাছি বালিকা বিদ্যালয়ে একাডেমিক ভবন নির্মাণ কাজ উদ্বোধন করলেন এমপি

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৭৫লক্ষ টাকা ব্যয়ে চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
গতকাল ৪ঠা জুলাই দুপুরে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচনের মাধমে ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এর আগে বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকবাল হাসান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, খানগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আকরামুজ্জামান চৌধুরী ও খানগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আতাহার হোসেন তকদীর বক্তব্য দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুল মালেক প্রামানিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আজিজ।