Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় বেকারী ও ওষুধের দোকান মালিকের জরিমানা

॥স্টাফ রিপোর্টার॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে গতকাল ২রা জুলাই পাংশা উপজেলা শহরের মৈশালা ও দত্তের হাটে পরিচালিত বাজার তদারকি অভিযানে বেকারী ও ওষুধের দোকান মালিককে জরিমানা করা হয়েছে।
অভিযানকালে বেকারী বিস্কুটে মানবদেহের জন্য ক্ষতিকর এ্যামোনিয়া ব্যবহার করার দায়ে মৈশালা বাজারের আলী হোসেনের বেকারীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪২ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও জেলা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।
অপরদিকে মোঃ মোশাররফ নামের এক ব্যক্তির লিখিত অভিযোগের ভিত্তিতে দত্তের হাট বাজারে অবস্থিত আল-আমিন ফার্মেসীতে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ওই ওষুধের দোকানীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আদায়কৃত জরিমানার ২৫% বাবদ ৫হাজার টাকা অভিযোগকারী মোঃ মোশাররফকে পাংশা উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে প্রদান করা হয়।