Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় প্রতিবন্ধীদের বিনামূল্যে ভ্রাম্যমান ফিজিও থেরাপী সেবা প্রদান কার্যক্রম শুরু

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা পৌরসভা মাঠে প্রতিবন্ধীদের দু’দিন ব্যাপী বিনা মূল্যে ভ্রাম্যমান ফিজিও থেরাপী সেবা প্রদান কার্যক্রম গতকাল ১লা জুলাই সকালে শুরু হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের আওতায় রাজবাড়ীর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এ কর্মসূচির আয়োজন করেছে।
জানা যায়, গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস পৌরসভা মাঠে আয়োজিত প্রতিবন্ধীদের দু’দিন ব্যাপী বিনা মূল্যে ভ্রাম্যমান ফিজিও থেরাপী সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় পাংশা পৌরসভার প্যানেল মেয়র ওদুদ সরদার, পৌরসভার কাউন্সিলর মোঃ মোতালেব হোসেন মোল্লা ও দূর্গা রানী পাল, ক্লিনিক্যাল ফিজিও থেরাপীর ডাঃ ফাতেমা চৌধুরী, প্রধান সহকারী জয়নুল আবেদীন, থেরাপী সহকারী শাহিনুল ইসলাম, টেকনিশিয়ান-১ মোঃ মসলেম উদ্দিন, সৈয়দ ইউসুফ রেজা, মোঃ আফছার উদ্দিন বিশ্বাস, মোঃ রমজান বিশ্বাস ও পাংশার ইলেক্ট্রি এসোসিয়েশনের সভাপতি আজগর আলী খানসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস বর্তমান সরকারের প্রতিবন্ধী সেবা কার্যক্রম পরিচালনায় সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। সেই সাথে প্রতিবন্ধী সন্তানের অভিভাবক এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারী সেবা গ্রহণের আহবান জানান। এ ক্ষেত্রে পাংশা পৌরসভা থেকে সকল প্রকার সাহায্য সহযোগিতা প্রদানের আশ্বাস ব্যক্ত করেন তিনি।