Site icon দৈনিক মাতৃকণ্ঠ

প্রয়াত দুই শিল্পীর স্মরণে ফরিদপুরে সঙ্গীতানুষ্ঠান

॥মাহবুব হোসেন পিয়াল॥ প্রয়াত দুই শিল্পী আহমেদ ইমতিয়াজ বুলবুল ও সুবীর নন্দীর স্মরণে ফরিদপুরের সুরলহরী সাংস্কৃতিক একাডেমীর উদ্যোগে গত ২৮শে জুন সন্ধ্যায় ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত শিল্পীদ্বয়ের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের কালজয়ী দেশাত্মবোধক সঙ্গীত ’সবকটা জানালা খুলে দাও না, আমি গাইব বিজয়েরই গান, ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ’ গানটি পরিবেশনের মধ্য দিয়ে সঙ্গীতানুষ্ঠান শুরু হয়। গানটি পরিবেশন করেন ফরিদপুরের গায়িকা অধ্যাপক শ্যামলী আক্তার। এরপর একে একে গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের লেখা ও সঙ্গীত শিল্পী সুবীর নন্দীর গাওয়া ১৪টি গান পরিবেশন করেন সঙ্গীত শিল্পী শরীফ মোহাম্মদ সোহান, ডাঃ হাফিজুর রহমান, সাদ্দাম হোসেন সাজু এবং অধ্যাপক শ্যামলী আক্তার। কিবোর্ডে কাজী শাহীদ, তবলায় হায়াতুল ইসলাম টুটুল ও প্যাডে তুষার আহমেদ সংগত করেন। সঙ্গীতানুষ্ঠানটি উপস্থাপনা করেন কবি ও লেখক আলিম আল রাজি আজাদ।