॥স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর মধ্যে যোগাযোগ ও সম্পর্ক নিবিড় করতে গত ২৪শে জুন থেকে ২৮শে জুন পর্যন্ত ৫দিনব্যাপী ভারত সফর করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর চার সদস্যের একটি প্রতিনিধি দল।
প্রতিনিধি দলটির নেতৃত্বে ছিলেন সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম মেজর জেনারেল এস.এম মতিউর রহমান। এই সফরে বাংলাদেশের প্রতিনিধি দল ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান কার্যালয় ফোর্ট উইলিয়ামে যান। ফোর্ট উইলিয়ামে ভারতীয় সেনার লেফটেনেন্ট জেনারেল আর.পি কালিটা, চিফ অফ স্টাফ, হেডকোয়াটার ইস্টার্ন কম্যান্ডের সঙ্গে সাক্ষাৎ করেন।
এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি দল ভারতীয় সেনা বাহিনীর পানাগর বেস স্টেশন পরিদর্শনসহ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভিটা জোড়াসাঁকোর ঠাকুর বাড়ীসহ কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ করেন।