Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দিতে নিয়ন্ত্রণ হারানো ট্রাকের ধাক্কায় মন্দির ক্ষতিগ্রস্ত

॥দেবাশীষ বিশ্বাস॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দুবলাবাড়ীয়া এলাকায় নিয়ন্ত্রণ হারানো ট্রাকের ধাক্কায় একটি মন্দির ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
গতকাল ২৮শে জুন ভোর ৫টার দিকে রাজবাড়ী-বালিয়াকান্দি আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। এ সময় নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি দুবলাবাড়ীয়া সার্বজনীন মন্দিরের দেয়াল ভেঙ্গে ভিতরে ঢুকে পড়লে মন্দিরে থাকা কয়েকটি প্রতিমা ভেঙ্গে যায়।
জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা চিড়া ও লবণ বোঝাই ট্রাকটি (সিলেট-মেট্রো-ট-১১-০৪৪৬) বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারে যাওয়ার পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনাটি ঘটায়। এতে মন্দিরের দেয়াল ভেঙ্গে যাওয়াসহ মন্দিরের ভিতরে থাকা কালী, সরস্বতী ও শিবের প্রতিমাগুলো ভেঙ্গে যায়।
মন্দির কমিটির সদস্য ক্ষিরোদ চন্দ্র বালা বলেন, ভোর ৫টার দিকে মন্দিরে বিকট শব্দ শোনার পর ঘর থেকে বের হয়ে এসে দেখি নিয়ন্ত্রণ হারানো ট্রাকটির আঘাতে মন্দিরের দেয়াল ভেঙ্গে যাওয়াসহ মন্দিরের ভিতরে থাকা প্রতিমাগুলো ভেঙ্গে গেছে।
বালিয়াকান্দি থানার এস.আই হাবিবুর রহমান হাবিব বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। ট্রাকটি মন্দিরের পূর্ব পাশের ইটের দেয়াল ভেঙ্গে মন্দিরের ভিতরে ঢুকে প্রতিমাগুলো ভেঙ্গে ফেলেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আমরা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। ট্রাকটির চালককে জিজ্ঞাসাবাদ করলে সঠিক ঘটনা জানা যাবে।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা বলেন, এ ঘটনা শোনার পর আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘুম চোখে ট্রাক চালানোর ফলে এমন ঘটনা ঘটতে পারে। এ ঘটনার পিছনে অন্য কোন কারণ আছে কিনা সেটা তদন্তের পর জানা যাবে। ঘটনাটি জেলা প্রশাসককে জানানো হয়েছে। মন্দিরটি মেরামতের জন্য তিনি আমাকে নির্দেশনা প্রদান করেছেন। মন্দির কমিটির সাথে আলোচনা করে ক্ষতিগ্রস্ত হওয়া প্রতিমাগুলো তাদের রীতি অনুযায়ী বিসর্জন দিতে বলা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে মন্দিরটি মেরামত করে দেয়া হবে।
এছাড়াও এ দুর্ঘটনার খবর পেয়ে নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা ও ইউপি সদস্যগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।