Site icon দৈনিক মাতৃকণ্ঠ

গোয়ালন্দে প্রশিক্ষণ ও ঋনের চেক বিতরণ

॥স্টাফ রিপোর্টার॥ “বৃহত্তর ফরিদপুরের চরাঞ্চল ও পাশর্^বর্তী এলাকায় গবাদীপশুর জাত উন্নয়ন ও দুগ্ধের বহুমুখী ব্যবহার নিশ্চিতকরণ কারখানা স্থাপন” শীর্ষক প্রকল্পের আওতায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার নির্বাচিত সুফল ভোগীদের দিনব্যাপী প্রশিক্ষণ ও ঋনের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
গতকাল বৃহস্পতিবার গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম-সচিব ও প্রকল্প পরিচালক মো. আব্দুল করিম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবায়েত হায়াত শিপলুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, জেলা সমবায় কর্মকর্তা আভা রাণী সাহা, গোয়ালন্দ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নুরুল ইসলাম ও উপজেলা সমবায় কর্মকর্তা নজরুল হুদা প্রমূখ।
প্রশিক্ষণ শেষে অনুষ্ঠানে মোট ১৫০জন তালিকাভুক্ত সমবায় সদস্যদের মাঝে ২লাখ টাকা করে মোট তিন কোটি টাকা ঋন বিতরণ করা হয়। এছাড়া এসব সদস্যরা দুগ্ধ গরু কেনার পর খাওয়া বাবদ আরো ৪০ হাজার টাকা করে প্রদান করা হবে। এসব প্রত্যেক সদস্যকে মোট ২ লাখ ৪০ হাজার টাকা করে ঋন প্রদান করা হচ্ছে। পরবর্তী সময়ে তারা দুগ্ধ বিক্রি করে মাসিক ৭হাজার টাকা করে একেক জন সদস্য ২ লাখ ৫২ হাজার টাকা করে ফেরত দিতে হবে। স্বল্প সুদে দুগ্ধ খামারের জন্য প্রত্যেক সদস্য এক কালিন এত টাকা করে পেয়ে খুবই খুশি হন।