॥শাহ ফারুক হোসেন॥ ফরিদপুরের মধুখালী উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে গতকাল ২৬শে জুন সকালে উপজেলার মেছরদিয়া গ্রামে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় মহিলা সংস্থার ‘তথ্য আপা ঃ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প-(২য় পর্যায়)-এর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে বাল্য বিবাহ না দেওয়া, শিশুদের শাল দুধ খাওয়ানো ও মায়েদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা মনোয়ার রহমান।
অন্যান্যের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া বেগম, উপজেলার তথ্যকেন্দ্রের তথ্য সেবা কর্মকর্তা সানজিদা আফরিন, তথ্যসেবা সহকারী আশরাফুন নাহার, বিউটি খাতুন প্রমুখ।
মধুখালীতে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত
