॥আশিকুর রহমান॥ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বড় ব্রিজ এলাকা থেকে গত ২৪শে জুন দিনগত রাতে সাত মামলার আসামী ও শীর্ষ সন্ত্রসী মোঃ রহিম সরদার (৩০)কে পুলিশ গ্রেফতার করেছে।
পরে পুলিশ তার হেফাজত থেকে একটি দেশী তৈরী ওয়ান শুটারগান ও দুইটি কার্তুজ উদ্ধার করেছে। রহিম খানখানাপুর বেপারীপাড়া এলাকার মোঃ জাহাঙ্গীর ওরফে জাহান সরদারের ছেলে।
খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ(পরিদর্শক) মোঃ শহিদুল ইসলাম জানান, রহিম একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র, অপহরণ ও চুরিসহ মোট সাতটি মামলা রয়েছে। এরমধ্যে ৫টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪শে জুন দিনগত রাত সোয়া ১টার দিকে খানখানাপুর বড় ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায় খানখানাপুর দত্তপাড়া এলাকার একটি কলাবাগানে তার অবৈধ আগ্নেয়াস্ত্র লুকানো রয়েছে। এরপর গতকাল ২৫শে জুন সকাল সোয়া ৭টার দিকে তাকে সঙ্গে নিয়ে ওই কলাবাগানে গিয়ে তার দেখানোমতে একটি দেশী তৈরী ওয়ান শুটারগান ও দুইটি কার্তুজ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে রহিমের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় অস্ত্র আইনে আরো একটি মামলা দায়ের করা হয়েছে।
খানখানাপুর থেকে সাত মামলার আসামী ও শীর্ষ সন্ত্রাসী রহিম গ্রেপ্তার॥অস্ত্র-গুলি উদ্ধার
