॥মনির হোসেন॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৫শে জুন সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট(এসডিজি) বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কালুখালী উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহারের সভাপতিত্বে কর্মশালায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ বাকাহীদ হোসেন।
তিনি তার বক্তব্যে সরকারের বহুমুখী উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে বলেন, এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন ও বাস্তবায়ন করতে হলে আমাদের তারুণ্যকে কাজে লাগাতে হবে। দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। উন্মুক্ত কর্মসংস্থান তৈরী করতে হবে। দেশকে এগিয়ে নেয়ার জন্য এসডিজি বাস্তবায়ন অত্যন্ত জরুরী। ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত মেয়াদে বৈশ্বিক এই উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নের পরিকল্পনা প্রণয়নে বাংলাদেশের ইতিমধ্যে যথেষ্ট অগ্রগতি হয়েছে। এসডিজির ১৭টি অভীষ্টের আওতায় ১৬৯টি লক্ষ্যমাত্রার প্রতিটির জন্য সংশ্লিষ্ট দপ্তর/মন্ত্রণালয়/বিভাগ চিহ্নিত করা হয়েছে। ২০২১ সালের মধ্যে একক আইটি সম্পন্ন করা হবে।
তিনি আরো বলেন, সকলের জেগে উঠার মাধ্যমে দেশ থেকে দুর্নীতি দূর করা সম্ভব।
কালুখালী উপজেলার সহকারী কমিশনার(ভূমি) সাদিয়া ইসলাম লুনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূরুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ কাজী আলমগীর, মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা সমবায় কর্মকর্তা মোল্লা সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকসেদুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাসার চৌধুরী, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মাইনুল ইসলাম হাওলাদার, কালুখালী মহিলা কলেজের অধ্যক্ষ শিকদার মমতাজ আহমেদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোছাঃ হাওয়া খাতুন, জেলা পরিষদের সদস্য খায়রুল ইসলাম খায়ের, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মোল্লা, রতনদিয়া ইউপি আওয়ামী লীগের সভাপতি খন্দকার আনিছুল হক বাবু, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হালিমা বেগম, কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিউর রহমান নবাব, মৃগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান সাগর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, আদিবাসী, ইমামসহ অন্যান্যরা কর্মশালায় অংশগ্রহণ করেন।
কালুখালীতে এসডিজি বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
