Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশা উপজেলা পরিষদের উদ্যোগে জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা

॥ফরিদ মোল্লা॥ রাজবাড়ীর সদ্য পদোন্নতিপ্রাপ্ত জেলা প্রশাসক(যুগ্ম-সচিব) মোঃ শওকত আলীকে গতকাল ২৩শে জুন বিকেলে পাংশা উপজেলা পরিষদের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিকেল সোয়া ৬টায় শুরু হওয়া বিদায় সংবর্ধনা অনুষ্ঠান চলে রাত পৌনে ৮টা পর্যন্ত। অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলীকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট উপহার প্রদান করা হয়।
সংবর্ধিত বিদায়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, পাংশায় অনেক গুণী মানুষের জন্ম। শিক্ষার আলো ছড়িয়ে জাতীয় ও আন্তার্জাতিক পর্যায়ে তাঁরা সুখ্যাতি অর্জন করেছে। শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির অতীত ঐতিহ্যের ধারা বজায় রাখার আহবান জানান তিনি।
জেলা প্রশাসক(যুগ্ম-সচিব) মোঃ শওকত আলী বলেন, রাজবাড়ীতে ২বছর ১মাস জেলা প্রশাসক হিসেবে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতায় এলাকার উন্নয়ন ও অগ্রগতির কাজ এগিয়ে নেওয়া হয়েছে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। আমার দায়িত্ববোধ থেকে প্রশাসন, জনপ্রতিনিধিসহ সকলের সাথে সমন্বয় করেছি।
তিনি বলেন, আপনাদের ভালোবাসায় আমি সিক্ত। নিজের ও পরিবারের জন্য দোয়া কামনা করেন তিনি।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আনজুয়ারা সুমী, পাংশা উপজেলা কৃষি অফিসার জেসমিন আকতার, উপজেলা শিক্ষা অফিসার মোঃ বছির উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার জহিরুল ইসলাম, হাবাসপুর ইউপির চেয়ারম্যান মোঃ আব্দুল আলিম, সাংবাদিক মোঃ মোক্তার হোসেন, পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ এবিএম ওয়াহিদুজ্জামান ডাবলু ও উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামসুল আলম প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।