Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দি উপজেলা পরিষদের উদ্যোগে জেলা প্রশাসককে বিদায়ী সংবর্ধনা প্রদান

॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা পরিষদের উদ্যোগে গতকাল ২৩শে জুন বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বিদায়ী জেলা প্রশাসক(যুগ্ম-সচিব) মোঃ শওকত আলীকে সংবর্ধনা প্রদান করা হয়।
বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ^াস, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান মোল্লা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন সিকদার, বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন মোল্লা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম ও জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।
উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ স্থানীয় সুধীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারীক মোহাম্মদ সোহেল মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংবর্ধিত বিদায়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, রাজবাড়ীতে ২ বছর ১ মাস দায়িত্ব পালনকালীন সময়ে ন্যায়-নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সাথে কাজ করার চেষ্টা করেছি। আমার কাছে মনে হয়েছে জেলার ৫টি উপজেলার মধ্যে বালিয়াকান্দির মানুষ সবচেয়ে শান্তিপ্রিয়। এই উপজেলার মানুষ শিক্ষার ক্ষেত্রে অনেকদূর অগ্রসর হয়েছে।
তিনি বালিয়াকান্দি উপজেলার একজন অতিরিক্ত সচিবসহ দু’জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার স্মরণ করে বলেন, শিক্ষার গুণগত মান ধরে রাখতে পারলে বালিয়াকান্দিবাসী আগামী দিনে আরো অগ্রসর হবে।