Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে সুষ্ঠুভাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

॥এম.মনিরুজ্জামান॥ “ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান”-শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় রাজবাড়ী জেলাতেও গতকাল ২২শে জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন(১ম রাউন্ড) অনুষ্ঠিত হয়েছে।
সকালে রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী মাতৃ মঙ্গল কেন্দ্রে (ম্যাটার্নিটি) শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এ সময় সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার, ঢাকা বিভাগীয় স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আলমগীর ফকির, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গোলাম মোহাম্মদ আজম, ডাঃ এম.এ কুদ্দুস ও সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হকসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এবারের ক্যাম্পেইনে রাজবাড়ী জেলার ৪টি উপজেলার প্রায় সোয়া লক্ষ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল-যার অধিকাংশকেই খাওয়ানো সম্ভব হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ক্যাম্পেইন চলাকালে ৬-১১ মাস বয়সী শিশুদের ১টি করে ১ লক্ষ আই ইউ ক্ষমতাসম্পন্ন নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের ১টি করে ২ লক্ষ আই ইউ ক্ষমতাসম্পন্ন লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। ২ হাজার ১৪৮ জন শিক্ষকসহ অন্যান্য স্বেচ্ছাসেবক, ৩৯৩ জন সরকারী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী ও ১৭০ জন সুপারভাইজার এই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রমে নিয়োজিত ছিলেন।