॥স্টাফ রিপোর্টার॥ আগামী ২২শে জুন দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ড অনুষ্ঠিত হবে।
রাজবাড়ী জেলার ৫টি উপজেলায় এ দিন মোট ১লক্ষ ২৮হাজার ১৪জন শিশুকে এই ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
গতকাল ২০শে জুন দুপুরে রাজবাড়ী সিভিল সার্জন অফিসের আয়োজনে জেলা পর্যায়ের সাংবাদিকদের অবহিতকরণ সভায় এই তথ্য জানানো হয়।
রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমানের সভাপতিত্বে সভায় ক্যাম্পেইন সম্পর্কিত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডাঃ কাজী শফিউল আজম শুভ।
সভায় বক্তব্য রাখেন রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোঃ জহুরুল হক, সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, বিটিভি’র প্রতিনিধি মোহাম্মদ সানাউল্লাহ প্রমুখ।
এ সময় ডিস্ট্রিক্ট হেলথ সুপারিনটেনডেন্ট নূরুল ইসলাম, ইপিআই সুপারিনটেনডেন্ট কামাল হোসেন, জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিকসহ জেলা পর্যায়ে কর্মরত ৪০জন সাংবাদিক উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন সিভিল সার্জন অফিসের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোকারেমা মাঞ্জুরা।
সভায় জানানো হয়, ক্যাম্পেইনের দিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজবাড়ী জেলার ৫টি উপজেলার ৪২টি ইউনিয়ন ও ৩টি পৌরসভা এলাকার ওয়ার্ড পর্যায়ের ১ হাজার ৭৪টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ১৪ হাজার ৬৮৭ জন শিশুকে ১লক্ষ আই ইউ ক্ষমতাসম্পন্ন ১টি করে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ১ লক্ষ ১৩ হাজার ৩২৭ জন শিশুকে ২ লক্ষ আই ইউ ক্ষমতাসম্পন্ন ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ২ হাজার ১৪৮জন শিক্ষকসহ অন্যান্য স্বেচ্ছাসেবক, ৩৯৩ জন সরকারী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী ও ১৭০জন সুপারভাইজার এই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রমে নিয়োজিত থাকবেন।
ক্যাম্পেইন সফল করতে সাংবাদিকদের সহায়তা কামনা করে সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার বলেন, ভিটামিন ‘এ’ মানবদেহে তৈরী হয় না। উদ্ভিজ্জ ও প্রাণীজ খাবারের উৎস থেকে এটি সংগ্রহ করতে হয়। ভিটামিন ‘এ’র অভাবে শিশুদের রাতকানা রোগ ও স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়াসহ শারীরিক নানা জটিলতার সৃষ্টি হয়। তাই তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও চাহিদা পূরণ করার জন্য জাতীয়ভাবে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
অবহিতকরণ ও পরিকল্পনা সভা ঃ এরআগে গতকাল ২০শে জুন বেলা ১১টায় সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডাঃ মাহফুজার রহমান সরকারের সভাপতিত্বে সভায় রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) রেজাউল করিম, ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের উপ-পরিচালক তোজাম্মেল হক প্রমুখ বক্তব্য রাখেন। ক্যাম্পেইন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডাঃ কাজী শফিউল আজম শুভ। সভা সঞ্চালনা করেন সিভিল সার্জন অফিসের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোকারেমা মাঞ্জুরা। সভায় শিশুদের জন্য ভিটামিন ‘এ’র প্রয়োজনীয়তা তুলে ধরে ক্যাম্পেইনের দিন ৬ মাস বয়স থেকে ৬ বছর বয়সী সকল শিশুকে নিকটস্থ টিকা কেন্দ্রে নিয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়।
রাজবাড়ীতে ১লক্ষ ২৮ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
