॥এম.এইচ আক্কাছ॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার ৯নং ওয়ার্ডের কাইমদ্দিন প্রামানিক পাড়ার জিন্নাতুন নেছা নামের অসহায় এক মা তার মাদকাসক্ত ছেলে মশিউর রহমান সুমন(২৮) এর যন্ত্রণায় অতিষ্ট হয়ে পড়েছিলেন।
নিরুপায় হয়ে গতকাল ২০শে জুন দুপুরে তিনি ছেলেকে পুলিশের হাতে তুলে দেন। পরে পুলিশ তাকে গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের কাছে হাজির করলে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মশিউর রহমান সুমনকে ৬মাসের বিনাশ্রম জেল দিয়ে কারাগারে প্রেরণ করেন।
পুলিশ জানায়, মাদকাসক্ত সুমনের যন্ত্রণা সইতে না পেরে তার মা জিন্নাতুন নেছা গোয়ালন্দ ঘাট থানায় লিখিত অভিযোগ করলে থানার এস.আই শহর আলী নিজ বাড়ী থেকে সুমনকে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতে হাজির করেন।
এ বিষয়ে জিন্নাতুন নেছা বলেন, ৫ বছর আগে তার ছেলে সুমনকে বিয়ে দেয়া হয়েছিল। বিয়ের ৩বছর পর ছেলের খারাপ আচরণে অতিষ্ট হয়ে বউ তাকে ছেড়ে চলে যায়। দীর্ঘদিন যাবৎ সে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সেবন করে আসছে। ইতিপূর্বে সে কয়েকবার মাদক কেনার টাকা না পেয়ে তাকে মারধর করেছে। একপর্যায়ে অত্যাচারের সীমা ছাড়িয়ে গেলে তিনি তাকে আইনের হাতে তুলে দিতে বাধ্য হন।