Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণে কর্মশালা অনুষ্ঠিত

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গতকাল ১৯শে জুন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসবসেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদের সভাপতিত্বে কর্মশালায় যুগ্ম-সচিব ও পরিবার পরিকল্পনা ঢাকা বিভাগের পরিচালক আব্দুল্লাহ্ সাজ্জাদ, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা রাজবাড়ীর উপ-পরিচালক গোলাম মোঃ আজম, পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আনজুয়ারা সুমী, পাংশা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম ও সাংবাদিক মোঃ মোক্তার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে পাওয়ার প্রজেক্টের মাধ্যমে মা, শিশু, প্রজনন এবং বয়োঃসন্ধি স্বাস্থ্য পরিচালনা কৌশল, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সেবা কেন্দ্রসমূহের ধাপ, মা ও শিশু স্বাস্থ্যের অতীত ও বর্তমান অবস্থা এবং ভবিষ্যত লক্ষ্যমাত্রা, মাতৃ-মৃত্যুর ধারা(১৯৯০-২০১৮), বাংলাদেশে মাতৃ-মৃত্যুর কারণসমূহ, শিশু মৃত্যু ১৯৯০-২০১৪, নবজাতকের মৃত্যুর কারণ ও গৃহীত পদক্ষেপ, সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, বাংলাদেশের জনমিতিক, সেবাদান কেন্দ্র ভিত্তিক সিজারিয়ানের হার, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের গুরুত্ব, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ব্যবস্থাপনা কমিটি ও এর কার্যাবলী, এমসিআরএএইচ অপারেশন প্লানের নতুন পদক্ষেপ সমূহ, জরুরী প্রসূতি সেবায় মায়ের ব্যাংক চালুকরণ, মাতৃ স্বাস্থ্য উন্নয়নে গ্রহণকৃত গুরুত্বপূর্ণ পদক্ষেপসমূহ, প্রাতিষ্ঠানিক স্বাভাবিক প্রসবসেবা গ্রহণের সুবিধা, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা, কৈশোরকালীন স্বাস্থ্যসেবা, কৈশোর-বান্ধব সেবাসমূহ ও রেফারাল, কমিউনিটি থেকে জেলা পর্যায়ে রেফারেলের ধাপসমূহ, পাংশা উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসব জুলাই ২০১৮ থেকে এপ্রিল ২০১৯, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের বর্তমান অবস্থা, ইউপি চেয়ারম্যানদের সহযোগিতার কিছু নিদর্শন, চ্যালেঞ্জ ও প্রত্যাশার তথ্য চিত্র উপস্থাপনা করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ সার্ভিসেস ইউনিটের উপ-পরিচালক ডাঃ তৃপ্তি বালা।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সিভিলসার্জন ডাঃ এএফএম শফিউদ্দিন পাতা, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ এবং পরিবার পরিকল্পনা দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থাপনা করেন পাংশা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খোন্দকার সফিকুল ইসলাম।
কর্মশালায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কর্মকর্তাদের প্রসূতি মায়েদের নরমাল ডেলিভারী নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ দিক নিদেশনা প্রদান করা হয়। এমসিএইচ সার্ভিসেস ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ঢাকা ও পাংশা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ এই কর্মশালার আয়োজন করে।