Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দিতে স্বাভাবিক প্রসব জোরদারকরণ বিষয়ক কর্মশালা

॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৯শে জুন দুপুরে বালিয়াকান্দি উপজেলা পরিষদের অডিটোরিয়ামে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ সার্ভিসেস ইউনিটের ব্যবস্থাপনায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে কর্মশালায় সম্মানিত বিশেষ অতিথি হিসেবে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালক আব্দুল্লাহ সাজ্জাদ।
বিশেষ অতিথি হিসেবে সিভিল সার্জন ডাঃ মাহফুজার রহমান সরকার, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ বাকাহীদ হোসেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গোলাম মোঃ আজম, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, অন্যান্যের মধ্যে জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস, নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ সালাম বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।
গর্ভবতীদের করণীয় বিষয়ের উপর তথ্যচিত্র উপস্থাপন ও আলোচনা করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ সার্ভিসেস ইউনিটের উপ-পরিচালক ডাঃ তৃপ্তি বালা। কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, পরিবার পরিকল্পনা কর্মী, নার্স ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। কর্মশালাটি সঞ্চালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনার মেডিকেল অফিসার ডাঃ জাহিদুজ্জামান।