Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ফরিদপুরে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার হ্যান্ড অফ হেল্প ক্লাবের সদস্যদের

॥মাহবুব হোসেন পিয়াল॥ ফরিদপুরের সদরপুর উপজেলায় চলাচলের অনুপযোগী হয়ে পড়া একটি সড়ক স্বেচ্ছাশ্রমে সংস্কার করে দৃষ্টান্ত স্থাপন করেছে হ্যান্ড অফ হেল্প ক্লাব নামের একটি সংগঠনের সদস্যরা। সড়কটি সংস্কার হওয়ায় চলাচলকারী মানুষের দুর্ভোগের আপাতত অবসান হয়েছে।
জানা গেছে, সদরপুরের কলেজ মোড়ে গুরুত্বপূর্ণ সড়কটির বড় একটা অংশ জুড়ে খানা-খন্দের সৃষ্টি হওয়ায় চলাচলকারীরা দুর্ভোগ পোহাচ্ছিলো। সড়কটি দিয়ে আশেপাশের বিভিন্ন এলাকার বাসিন্দাদের পাশাপাশি যাত্রীবাহী বাস, ট্রাকসহ ছোট-বড় নানা ধরণের যানবাহন চলাচল করে। সদরপুর কলেজসহ বিভিন্ন শিক্ষার্থীরা যাতায়াত করে। এ অবস্থায় দীর্ঘদিন সড়কটির সংস্কার না হওয়ায় সৃষ্ট খানা-খন্দে সকলকে ভোগান্তি পোহাতে হচ্ছিলো।
হ্যান্ড অফ হেল্প ক্লাবের সভাপতি মাসুদ রানা জানান, সম্প্রতি ওই এলাকার গোলাম সরোয়ার নামের এক ব্যক্তি বৃষ্টির পর কাদা জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়া সড়কটি নিয়ে ফেসবুকে একটি লাইভ করেন। সেটি দেখে তারা সড়কটি সংস্কারে উৎসাহী হন।
গত সোমবার সকাল থেকে তারা সড়কটি সংস্কারের কাজ শুরু করেন। এ জন্য তারা ৪ ট্রাক বালু ও ২শ’ ফুট খোয়া সংগ্রহ করেন। সংগঠনের ২০জন সদস্যের সাথে আশেপাশের কয়েকজন স্বেচ্ছাশ্রম দেন। নিজেরাই ট্রাক থেকে খোয়া নামিয়ে, বালু টেনে, পানির পাইপের সাহায্যে সড়কটি সংস্কার কাজ করেন। দু’দিন কাজ করার পর বুধবার (১৯শে জুন) থেকে সড়কটি আবার চলাচলের উপযোগী হয়ে উঠেছে। এ কাজে ওই এলাকার একজন হোটেল মালিক তাদেরকে বৈদ্যুতিক মোটর দিয়ে পানির পাইপ ব্যবহারের ব্যবস্থা করে দেন। যদিও সড়কটিতে বিটুমিন কার্পেটিং হয়নি তথাপি এখন সেখানে আগের মতো চলাচলের সেই ভোগান্তি নেই। স্থানীয় জনগণ তাদের এই উদ্যোগে অনেক খুশি।
সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান বলেন, সড়কটিতে ইটের খোয়া ও বালু দিয়ে সংস্কারের আপাতত চলাচলকারীদের দুর্ভোগ লাঘব হয়েছে। তিনি হ্যান্ড অফ হেল্প ক্লাবের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সদরপুর উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার ক্লাবের সদস্যদের এই কাজের প্রশংসা করে বলেন, তাদের এই উদ্যোগ সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে।