Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে টিটো চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত॥এনায়েত ও ডলি ভাইস চেয়ারম্যান

॥মনির হোসেন॥ উপজেলা পরিষদ নির্বাচনের ৫ম ও শেষ ধাপে গতকাল ১৮ই জুন রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আলিউজ্জামান চৌধুরী টিটো(আনারস) প্রতীকে ৩৭ হাজার ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অপর স্বতন্ত্র প্রার্থী কৃষক লীগ নেতা নূরে আলম সিদ্দিকী হক মোটর সাইকেল প্রতীকে ২২ হাজার ৪৩৮ ভোট পেয়েছেন। উভয়ের প্রাপ্ত ভোটের ব্যবধান ১৪ হাজার ৫৮২টি।
এছাড়াও নির্বাচন স্থগিতের দাবী জানিয়ে সরে আসা আওয়ামী লীগের প্রার্থী কাজী সাইফুল ইসলাম(নৌকা) পেয়েছেন ৬ হাজার ৯৩৩ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে এনায়েত হোসেন(মাইক) প্রতীকে ২২ হাজার ২৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম(চশমা) প্রতীকে ১২ হাজার ২৫৬ ভোট পেয়েছেন। উভয়ের প্রাপ্ত ভোটের ব্যবধান ৯হাজার ৯৯৩টি।
এই পদে অন্যান্য প্রার্থীদের মধ্যে কালুখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান আরাফাত হোসেন(তালা) ৯হাজার ১০৯ ভোট, রতনদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য তনয় চক্রবর্তী শম্ভু (টিয়া পাখি) ৭হাজার ৩৯৫ ভোট, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডঃ আব্দুস সাত্তার(উড়োজাহাজ) ৫ হাজার ৯৯০ ভোট, সাংবাদিক ফজলুল হক(টিউবওয়েল) ৫ হাজার ২৩ এবং একেএম মোজাম্মেল হক(বৈদ্যুতিক ভাল্ব) ৩ হাজার ১১৭ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ডলি পারভীন(ফুটবল) প্রতীকে ২৭ হাজার ৩৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদায়ী মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার টুকটুকি(প্রজাপতি) প্রতীকে ২৪ হাজার ৮৯০ ভোট পেয়েছেন। উভয়ের প্রাপ্ত ভোটের ব্যবধান ২ হাজার ৪৫৫টি।
এই পদে অন্যান্য প্রার্থীদের মধ্যে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেহানা পারভীন(হাঁস) ১০ হাজার ৭০১ ও রাশিদা ইয়াসমিন(কলস) ২ হাজার ৪০৬ ভোট পেয়েছেন।
বড় কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই উপজেলার ৪৬টি ভোট কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ১ লাখ ১৭ হাজার ৭৬৭ জন (৫৯ হাজার ৮৫৫ জন পুরুষ এবং ৫৭ হাজার ৯১২ জন মহিলা) ভোটারের মধ্যে চেয়ারম্যান পদে ৬৬ হাজার ৩৯১ ভোট, ভাইস চেয়ারম্যান পদে ৬৫ হাজার ১৩৯ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬৫ হাজার ৩৪২ জন ভোটার ভোট দেন।
এর মধ্যে চেয়ারম্যান পদে ৮০৯টি, ভাইস চেয়ারম্যান পদে ১ হাজার ৭৯২টি ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ হাজার ৬৭১টি ভোট অবৈধ (বাতিল) বলে গণ্য হয়।
নির্বাচনের ভোটগ্রহণ শুরু হওয়ার আগে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কাজী সাইফুল নির্বাচন সুষ্ঠু না হওয়ার অভিযোগে নির্বাচন স্থগিত চেয়ে নির্বাচনের রিটার্নিং অফিসার বরাবর লিখিত আবেদন করার পাশাপাশি তার পোলিং এজেন্টদের প্রত্যাহার করে নেন। এরপর সকাল সাড়ে ১০টার দিকে তিনি তার নিজ বাড়ীতে সাংবাদিকদের নিকট অভিযোগ করেন।
সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। সুষ্ঠুভাবে এই নির্বাচন সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। ভোট চলাকালে রাজবাড়ীর জেলা প্রশাসক(যুগ্ম-সচিব) মোঃ শওকত আলী ও পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি,বিপিএম-পিপিএম-সেবা ভোট কেন্দ্র পরির্দশন করেন।
রাত সাড়ে ১০টার দিকে কালুখালী উপজেলা পরিষদ মিলনায়তনের নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ হাবিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
এ সময় কালুখালী উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার ও উপজেলা নির্বাচন(চঃ দাঃ) মোঃ আব্দুল আলিমসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের প্রতিনিধিগণসহ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।