॥তনু সিকদার সবুজ॥ জরুরী সেবার ৯৯৯ থেকে ফোন পেয়ে আগ্নেয়াস্ত্র, গুলি, চাকু, ইয়াবা সেবনের সরঞ্জাম ও ১টি নম্বর বিহীন মোটর সাইকেল উদ্ধার করেছে বালিয়াকান্দি থানার পুলিশ।
গতকাল ১৮ই জুন বেলা ১১টার দিকে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারের সিকদার মার্কেট সংলগ্ন লেদ ব্যবসায়ী মতিন মন্ডলের বাড়ীতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মতিন মন্ডল ও তার দুই সহযোগী পালিয়ে যায়। মতিন মন্ডল কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের কয়ারাদি গ্রমের মৃতঃ ছলিম মন্ডলের ছেলে।
বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদা জানান, সকাল সাড়ে ১০টার দিকে জরুরী সেবা ৯৯৯ এর থেকে সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে থানার এস.আই রেজাউল করিমকে ফোর্সসহ পাঠাই। তারা সোনাপুর বাজারের সিকদার মার্কেট সংলগ্ন লেদ ব্যবসায়ী মতিন মন্ডলের বাড়ীতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘরের ভিতরে থাকা মতিন মন্ডল (৪৫)সহ অজ্ঞাতনামা ২জন পালিয়ে যায়। পরে এলাকার লোকজনের সহযোগিতায় বাড়ীর ছাদ দিয়ে মতিন মন্ডলের ঘরে ঢুকে শয়ন কক্ষের খাটের উপর থেকে ১টি বিদেশী পিস্তল(ক্যালিভার-৭.৬৫), ১রাউন্ড গুলি, ১টি বিদেশী চাকু, ১টি স্যামসাং মোবাইল ফোন, ১টি নম্বর বিহীন পালসার মোটর সাইকেল ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ ঘটনায় এস.আই রেজাউল করিম বাদী হয়ে অস্ত্র আইনে থানায় ১টি মামলা দায়ের করে। পলাতক মতিন মন্ডল ও তার সহযোগীদের ধরার চেষ্টা চলছে।