Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গতকাল ১৭ই জুন সকালে ‘বিজ্ঞান ও প্রযুক্তি, অগ্রগতির মূল শক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৪০তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০১৯ এর দু’দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ।
জানা যায়, গতকাল সোমবার সকাল ১১টার দিকে পাংশা উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে পাংশা শিল্পকলা একাডেমীতে ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৪০তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম নাসিম আখতার, পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন ও পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শরিফুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন পাংশা উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে পাংশা সরকারী কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মোঃ হাফিজুল ইসলাম, পাংশা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, তথ্য ও প্রযুক্তি দপ্তরের সহকারী প্রোগ্রামার মাহবুবা আক্তারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠান শেষে বিজ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান ভিত্তিক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজ্ঞান মেলায় উদ্ভাবনী প্রকল্পসহ পাংশা সরকারী কলেজ, পাংশা মহিলা কলেজ, পাংশা শাহজূঁই(রঃ) কামিল মাদরাসা, পাংশা সিদ্দিকীয়া ফাযিল মাদরাসা, পাংশা জর্জ সরকারী উচচ বিদ্যালয়, পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, হাবাসপুর কে.রাজ উচ্চ বিদ্যালয়, মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়, উদয়পুর উচ্চ বিদ্যালয়, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ, গোপালপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়, কসবামাজাইল এএইচ উচ্চ বিদ্যালয়, কাজী আব্দুল মাজেদ একাডেমী ও বাগদুলী উচ্চ বিদ্যালয় অংশ নিয়েছে।