Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালীতে নৌকার চেয়ারম্যান প্রার্থী কাজী সাইফুলের গণসংযোগ

॥কাজী তানভীর মাহমুদ॥ কালুখালী উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কাজী সাইফুল ইসলাম তার নির্বাচনী এলাকায় বিশাল নির্বাচনী গণসংযোগ করেছেন।
গতকাল ১৫ই জুন দুপুরে কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের নিজ বাড়ী থেকে বিপুল সংখ্যক কর্মী-সমর্থকদের নিয়ে গণসংযোগ বের হয়। কাজী সাইফুল ইসলাম নিজেই এতে নেতৃত্ব দেন। বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় তিনি ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় ও নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
কাজী সাইফুল ইসলাম বলেন, আমি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত কালুখালী উপজেলার জনগণের চেয়ারম্যান প্রার্থী। বিগত ৫বছর ধরে আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। এই উপজেলার সব উন্নয়নমূলক কর্মকান্ডের সঙ্গে আমি জড়িত। পরিকল্পনা অনুযায়ী উপজেলাকে সাজানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় এই উপজেলার মানুষ এবং দল আমাকে সমর্থন জানিয়েছে। কালুখালী উপজেলাবাসী আবার আমাকে নির্বাচিত করবে ইনশাল্লাহ্।