Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালীতে নৌকার প্রার্থী কাজী সাইফুল সমর্থনে বিশাল গণসংযোগ

॥মোখলেছুর রহমান॥ আসন্ন কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী সাইফুল ইসলামের নৌকা প্রতীকের সমর্থনে তার কর্মী-সমর্থকরা গতকাল ১৫ই জুন বিকালে বাংলাদেশ হাট মোড়ে বিশাল গণসংযোগ করেন।
কালুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সামছুল আলমের নেতৃত্বে কয়েক শত নেতাকর্মী ও সমর্থক বিশাল মিছিল নিয়ে আশপাশের কয়েকটি গ্রাম ঘুরে পুনরায় বাংলাদেশ হাট মোড়ে এসে পথসভায় মিলিত হয়।
পথসভায় কালুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল আলম বলেন, যারা আওয়ামী লীগ করেন, বঙ্গবন্ধুর রাজনীতি করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতি করেন তাদের নৌকার বাইরে অন্য কারো সমর্থন করার সুযোগ নেই। আপনারা আগামী ১৮ই জুন ভোট গ্রহণের দিন চলমান শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিবেন।