Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দি বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৫ই জুন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদে নির্বাচনের ভোট গ্রহণের পর গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।
সমিতির কার্যনির্বাহী কমিটির ১২টি পদের মধ্যে সভাপতি, ২জন সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক এই ৪টি পদে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। তাদের মধ্যে সভাপতি পদে ৩জন, সহ-সভাপতির ২টি পদে ৪জন এবং সাধারণ সম্পাদক পদে ৭ জনসহ মোট ১৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
অপর ৮টি পদে(সহ-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক, সহ-নিরাপত্তা সম্পাদক ও ৪ জন কার্যনির্বাহী সদস্য) একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সভাপতি পদে আতাউর রহমান গরুর গাড়ী প্রতীকে ৩৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজ্জাদ খান চেয়ার প্রতীকে ২৯৭ ভোট এবং অপর প্রার্থী জিয়াউর রহমান মোটর সাইকেল প্রতীকে ৩৯ ভোট পেয়েছেন। সহ-সভাপতির ২টি পদে সুধাংশু কুমার কুন্ডু হাঁস প্রতীকে ৩৫৩ ভোট পেয়ে ১ম হয়ে এবং ফরহাদ হোসেন বাস প্রতীক ২৮২ ভোট পেয়ে ২য় হয়ে নির্বাচিত হয়েছেন। এই পদে পরাজিত ২ জন প্রার্থীর মধ্যে বাদশা মিয়া জাহাজ প্রতীকে ২৪৮ এবং খুরশীদ আলম তালা প্রতীকে ২৩৫ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে বদরুল আলম ঈগল প্রতীকে ১৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সোহেল মাহমুদ মন্টু ময়ুর প্রতীকে ১৪৬ ভোট পেয়েছেন। এই পদে অপর ৫ জন প্রার্থীর মধ্যে আব্দুর রাজ্জাক টেলিভিশন প্রতীকে ১১০ ভোট, পারভেজ মন্ডল কুড়ে ঘর প্রতীকে ১০০ ভোট, ইসাহাক মুন্সী খেজুর গাছ প্রতীকে ৯২ ভোট, মফিজুর রহমান আম প্রতীকে ৬২ ভোট এবং কাসেদ আলী মাস্টার আনারস প্রতীকে ৯ ভোট পেয়েছেন। সমিতির মোট ৭৫৯ জন ভোটারের মধ্যে ৭১৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তার মধ্যে বিভিন্ন পদে ৪৩টি ভোট বাতিল হয়। নির্বাচনে বালিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার প্রিজাইডিং অফিসার হিসেবে এবং একাডেমিক সুপারভাইজার মিয়াদ হোসেন ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সুপার মনিরুল ইসলাম মনির সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
অপরদিকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে আলী আকবর সহ-সাধারণ সম্পাদক পদে, শফিকুল ইসলাম কোষাধ্যক্ষ পদে, প্রজিৎ কুমার মন্ডল দপ্তর সম্পাদক পদে, হরিদাস সরকার সহ-নিরাপত্তা সম্পাদক পদে এবং কবির কাজী, জাকির পাটোয়ারী, প্রদ্যুৎ কুন্ডু ও শামীম আহমেদ কার্যনির্বাহী সদস্য পদে আগেই নির্বাচিত হন।
উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ নির্বাচন না হওয়ায় বালিয়াকান্দি বাজার বণিক সমিতির কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল। বেশ কয়েকটি দুর্ধর্ষ চুরিসহ বিভিন্ন অনাকাঙ্খিত ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে ভীতি, হতাশা ও নিরাপত্তাহীনতা বিরাজ করছিল। এ অবস্থায় উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এলো।