॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলার কালুখালী থানার ওসি এস.এম আবু ফরহাদ ও ডিবি’র ইন্সপেক্টর মোঃ কামাল হোসেন ভুঁইয়াকে গতকাল ১৩ই জুন সন্ধ্যায় প্রত্যাহার করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ১৮ই জুন অনুষ্ঠিতব্য কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে পক্ষপাতিত্বমূলক আচরণ করার অভিযোগে তাদের বিরুদ্ধে নৌকা প্রতীকের প্রার্থী কাজী সাইফুল ইসলাম নির্বাচন কমিশনে অভিযোগ করলে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে আইজিপি’কে অনুরোধ জানানো হয়। এর প্রেক্ষিতে পুলিশ সদর দপ্তরের নির্দেশে গতকাল ১৩ই জুন তাদেরকে স্ব-স্ব দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(হেডকোয়াটার্স) মোঃ ফজলুল করিম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আগামী ১৮ই জুন কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে পক্ষপাতিত্বমূলক আচরণের অভিযোগে গতকাল বৃহস্পতিবার বিকেলে কালুখালী থানার ওসি এস.এম আবু ফরহাদ ও জেলা গোয়েন্দা পুলিশের ওসি কামাল হোসেন ভূইয়াকে প্রত্যাহারের নির্দেশ দেন নির্বাচন কমিশন। নির্দেশনা পাবার পরপরই সন্ধ্যায় এই দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়। বর্তমানে কালুখালী থানার ভারপ্রাপ্ত ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন ইন্সপেক্টর(তদন্ত) মোঃ শহীদুল ইসলাম ও গোয়েন্দা পুলিশের ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন ওই বিভাগে কর্মরত পরিদর্শক জিয়ারুল ইসলাম।
কালুখালী থানার ওসি ও রাজবাড়ী ডিবি’র ইন্সপেক্টরকে প্রত্যাহার
