Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বসন্তপুর ইউনিয়ন ইমাম কমিটির ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়ন ইমাম কমিটির আয়োজনে গতকাল ১৩ই জুন সকালে বড় ভবাণীপুর পূর্বপাড়া(হান্নান ডাক্তার বাড়ী) জামে মসজিদে ইমাম, মুয়াজ্জিন ও আলেমদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান এবং মরহুম ক্বারী মৌলভী জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বসন্তপুর ইউনিয়ন ইমাম কমিটির সভাপতি হাফেজ মাওলানা মোঃ নেছার উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ নাজমুল হকের পরিচালনায় অনুষ্ঠানে জেলা ইমাম কমিটির সভাপতি ও ভান্ডারিয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা আবুল এরশাদ মোঃ সিরাজুম্মুনির, জেলা ইমাম কমিটির সহ-সভাপতি ও রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ আব্দুল খালেক, সহ-সভাপতি ও ভাজনচালা মাদ্রাসার মোহতামিম মাওলানা মোঃ ইলিয়াছ, সাধারণ সম্পাদক মাওলানা মোফাজ্জেল হোসাইন আব্বাসী, সহকারী সাংগঠনিক সম্পাদক আঃ মজিদ পাটোয়ারী, হাফেজ ওলিউর রহমান স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসাইন, সাংস্কৃতিক সম্পাদক আরাফাত হোসেন, সদস্য আঃ সবুর, আবু বক্কার, মূলঘর ইউনিয়নের নিকাহ(বিবাহ) রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম, সুলতানপুর ইউনিয়ন ইমাম কমিটির সভাপতি মাওলানা মোঃ আব্দুল করিম, মূলঘর ইউনিয়ন ইমাম কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ ইয়াছিন(অবঃ সার্জেন্ট), খানখানাপুর ইউনিয়ন ইমাম কমিটির কোষাধ্যক্ষ মাওলানা মোঃ আঃ আলিম, বসন্তপুর ইউনিয়ন ইমাম কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, ক্বারী সাইফুল্লাহ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মোঃ আব্দুল খালেক, প্রচার সম্পাদক মাওলানা মোঃ আঃ জব্বার, তালিমুন নেছা হাফিজিয়া মহিলা মাদ্রাসার মোহতামিম মাওলানা ইসমাইল হোসেন, ভবাণীপুর পূর্বপাড়া (হান্নান ডাক্তার বাড়ী) জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোশারফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, আর্থিক সুযোগ-সুবিধা যাই পান না কেন ইমাম সাহেবগণ সমাজের সবচেয়ে সম্মানীত ব্যক্তি। এই সম্মান বজায় রাখার জন্য ইমামদেরও দায়িত্বশীল ও ব্যক্তিত্বসম্পন্ন হতে হবে। নিজেদের স্বার্থ ও অধিকার রক্ষায় ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বসন্তপুর ইউনিয়ন ইমাম কমিটি তাদের কর্মকান্ডের মধ্য দিয়ে শুধু রাজবাড়ী সদর উপজেলার মধ্যেই নয়, সারা জেলার মধ্যে আদর্শ ইউনিয়ন কমিটি হিসেবে পরিচিতি লাভ করেছে। এই অর্জন ধরে রাখতে হবে।
আলোচনা পর্বের শেষে গত শবে বরাতের পূর্বে মসজিদে বিদ্যুতের তার জোড়া দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে নিহত হওয়া লক্ষ্মীপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ক্বারী মৌলভী জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা ইমাম কমিটির সভাপতি ও ভান্ডারিয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা আবুল এরশাদ মোঃ সিরাজুম্মুনির।
এছাড়াও অনুষ্ঠানে মরহুম ক্বারী মৌলভী জিয়াউর রহমানের পরিবারকে সহায়তার জন্য বসন্তপুর ইউনিয়ন ইমাম কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট জেলা ইমাম কমিটির পক্ষ থেকে ১০ হাজার টাকা, মাওলানা মোঃ আব্দুল খালেক ও মাওলানা মোঃ ইলিয়াছের পক্ষ থেকে ১০ হাজার টাকা ও ভান্ডারিয়া কমপ্লেক্সের পক্ষ থেকে ৫ হাজার টাকাসহ মোট ২৫ হাজার টাকা প্রদান করার পাশাপাশি যশোরের রেবেকা বিশ্বাস নামের একজন নারীর অর্থায়নে ৫ জন ইমামকে লুঙ্গী উপহার দেয়া হয়।
বসন্তপুর ইউনিয়ন ইমাম কমিটির সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ নাজমুল হক জানান, ইমাম কমিটি গঠিত হওয়ার পর থেকে প্রতি বছরই তারা এই ঈদ পুনর্মিলনীর আয়োজন করে আসছেন। নিজেদের সাংগঠনিক কর্মকান্ডের মধ্য দিয়ে তারা বসন্তপুর ইউনিয়ন ইমাম কমিটিকে একটি মডেল হিসেবে গড়ে তুলতে পেরেছেন। জেলা ইমাম কমিটির প্রতিটি কর্মসূচীতেই তারা স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে থাকেন। গত শবে বরাতের পূর্বে অপ্রত্যাশিতভাবে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ক্বারী মৌলভী জিয়াউর রহমানের জন্য এই দোয়া মাহফিলের আয়োজন করাসহ তিনি মারা যাওয়ার পর তার পরিবারকে বসন্তপুর ইউনিয়ন ইমাম কমিটির পক্ষ থেকে নগদ ২২ হাজার টাকা প্রদান করা হয়েছে। আজ আরও ২৫ হাজার টাকা পাওয়া গেছে। তাদেরকে মোট ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে। এছাড়াও একজন প্রবাসী তার বাচ্চাদের লেখাপড়ার খরচ বাবদ প্রতি মাসে ২ হাজার টাকা করে দেওয়ার এবং বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার স্ত্রীকে ১টি বিধবা ভাতার কার্ড করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা আমাদের সাধ্য অনুযায়ী সবসময় তাদের পাশে থাকবো।
বসন্তপুর ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, আলেম, ইমাম কমিটির নেতৃবৃন্দ এবং মসজিদ কমিটিগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।