Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দিতে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের উপজেলা মনিটরিং কমিটির সভা

॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের উপজেলা মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১২ই জুন দুপুরে কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার সভাপতিত্বে তার অফিস কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী পরিচালক ফারজানা তানিয়া, উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল হক, সমাজসেবা কর্মকর্তা অজয় কুমার হালদার, কমিটির সদস্য ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন সিকদার, বালিয়াকান্দি থানার এস.আই অংকুর ভট্টাচার্য, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ফিল্ড সুপারভাইজার কৃষ্ণপদ সরকার ও শিক্ষক প্রতিনিধি বিধান রায় প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় বালিয়াকান্দি উপজেলার ১টি গীতা, ১টি বয়স্ক ও ২৩টি শিশু শিক্ষা কেন্দ্রসহ ২৫টি কেন্দ্রের কার্যক্রমের বিষয়ে আলোচনা করা হয়।