Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

॥মোখলেছুর রহমান॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল ১২ই জুন সকালে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহারের সভাপতিত্বে সভায় সহকারী কমিশার(ভূমি) ও উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম লুনা, কালুখালী থানার ওসি এস.এম আবু ফরহাদ, উপজেলা নির্বাচন অফিসার(অঃ দাঃ) ও উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মোঃ আব্দুল আলিম, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিউর রহমান নবাব, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হালিমা বেগম, মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম মৃধা, মৃগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান সাগর মোল্লা, সাওরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী, রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোন্দকার আনিসুল হক বাবু, কালুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় কালুখালী থানার ওসি এস.এম আবু ফরহাদ বলেন, অন্যান্য উপজেলার তুলনায় আমাদের কালুখালী উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে। তবে উপজেলা নির্বাচনকে সামনে রেখে কিছু কিছু এলাকায় ছোট-খাটো ঘটনা ঘটছে। কোন ঘটনার সংবাদ পাওয়া মাত্রই পুলিশ বাহিনীর সদস্যরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার বলেন, উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার জন্য নিয়োগকৃত ম্যাজিস্ট্রেটসহ আমরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি। নির্বাচনী আচরণবিধি প্রার্থীসহ সকলকে মেনে চলতে হবে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে ইউপি চেয়ারম্যানসহ সকলকে সজাগ থাকতে হবে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথে প্রশাসনকে অবহিত করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।