॥স্টাফ রিপোর্টার॥ আসন্ন কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বিনা অনুমতিতে মঞ্চ বানিয়ে জনসভার আয়োজন করায় স্বতন্ত্র প্রার্থী আলীউজ্জামান চৌধুরী টিটোকে ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল ১১ই জুন বিকালে কালুখালী উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও উপজেলা নির্বাচনের আচরণবিধি পালন সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম লুনা তাকে এই জরিমানা করেন।
আলীউজ্জামান চৌধুরী টিটো তার আনারস প্রতীকের সমর্থনে কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের দামুকদিয়া দুর্গাপুর আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ের মাঠে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে বড় আকারের প্যান্ডেল বানিয়ে নির্বাচনী জনসভার আয়োজন করেছিলেন। অভিযোগ পেয়ে উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও উপজেলা নির্বাচনের আচরণবিধি পালন সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম লুনা কালুখালী থানা পুলিশের সহযোগিতায় সেখানে অভিযান চালিয়ে আলীউজ্জামান চৌধুরী টিটো’র বেশ কিছু কর্মীকে মোটর সাইকেলসহ আটক করার পাশাপাশি উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালার সংশ্লিষ্ট ধারায় আলীউজ্জামান চৌধুরী টিটোকে ২০ হাজার টাকা জরিমানা করেন। পরে তাকে সতর্ক করে দেয়ার পাশাপাশি তার আটককৃত কর্মী ও মোটর সাইকেল ছেড়ে দেয়া হয়।