Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দিতে মানবাধিকার ও আইন সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা

॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে এনজিও ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচীর আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১০ই জুন সকালে বালিয়াকান্দি উপজেলা ব্র্যাক অফিসের সম্মেলন কক্ষে উপজেলার কমিউনিটি লিডার ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে মানবাধিকার ও আইন সচেতনতা বিষয়ক এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বালিয়াকান্দি কলেজের প্রাক্তন অধ্যক্ষ বিনয় কুমার চক্রবর্তীর সভাপতিত্বে মতবিনিময় সভায় নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক(রাজবাড়ী, ফরিদপুর) শহিদুল ইসলাম, ফ্যাসিলিটেটর এস.এম বাহাউদ্দিন ও সিনিয়র এইচআরএলএস অফিসার শারমিন আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ হিন্দু ও মুসলিমদের বিবাহের শর্তসমূহ, বাল্য বিবাহ প্রতিরোধ, তালাক-বিচ্ছেদ, পিতা-মাতার ভরণ-পোষণ, মানব পাচার, মানবাধিকার লঙ্ঘন জনিত ঘটনা প্রতিরোধ ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।