Site icon দৈনিক মাতৃকণ্ঠ

দৌলতদিয়ায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে রাজবাড়ীর জেলা প্রশাসকের ফুলেল শুভেচ্ছা

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, এমপি গতকাল ৯ই জুন সকালে মেহেরপুর হতে ঢাকা প্রত্যাবর্তনকালে দৌলতদিয়া ঘাটের একটি ফেরীতে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন -মাতৃকণ্ঠ।