Site icon দৈনিক মাতৃকণ্ঠ

টিকিট সরবরাহ নেই॥মধুখালীতে বিনা টিকিটেই রেল ভ্রমন করছে যাত্রীরা!

॥শাহ ফারুক হোসেন॥ ফরিদপুর জেলার মধুখালী রেলস্টেশনে ১৫দিন যাবৎ ট্রেনের টিকিট নেই। ফলে যাত্রীরা বিনা টিকিটেই ভ্রমণ করছে। এতে সরকার প্রতিদিন রাজস্ব হারাচ্ছে। বিষয়টি পরিকল্পিত কিনা তা খতিয়ে দেখার দাবী উঠেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রাজবাড়ীর কালুখালী-ভাটিয়াপাড়া-গোপালগঞ্জ রুটে চলাচলকারী এক্সপ্রেস ট্রেনটি মধুখালী রেলস্টেশনে ঢোকার মুখে ৪/৫শ’ জন যাত্রী টিকিট ছাড়াই ভ্রমণের জন্য দাঁড়িয়ে আছে। টিকিট চাইলেও স্টেশন মাস্টার তাদেরকে টিকেট দিতে পারছে না। আবার ট্রেনের ভিতরেও টিকিট চেক করে একজন মাত্র টিটি। তার পক্ষেও সব যাত্রীকে চেক করা সম্ভব না। ফলে অধিকাংশ যাত্রীই বিনা টিকিটে ভ্রমণ করছে। এতে রেলওয়ের প্রতিদিন হাজার হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে।
অপরদিকে ট্রেনের মধ্যে টিটি যে টাকা কালেকশন করছে তার অধিকাংশই আবার তার পকেটে যাচ্ছে।
এ ব্যাপারে মধুখালী রেলস্টেশনের স্টেশন মাস্টার মিন্টু কুমার রায় বলেন, ১৫দিন যাবৎ ট্রেনের কোন টিকিট নেই। তাই যাত্রীদের কোন টিকেট দিতে পারছি না। ২মাস আগে টিকেটের চাহিদা পাঠালেও কর্তৃপক্ষ টিকেট পাঠাচ্ছে না।
মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু বলেন, দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকা রেলপথটি বর্তমান সরকারের সদিচ্ছায় চালু করা সম্ভব হয়েছে। বিনা টিকিটে এভাবে যাত্রীরা চলাচল করলে এই লাইনটি লোকসানের মুখে পড়বে। তাই দ্রুত টিকিট সরবরাহের জন্য দাবী জানাচ্ছি।