Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বহরপুরে ‘মানব সম্পদ উন্নয়নে করণীয়’ শীর্ষক আলোচনা সভা

॥দেবাশীষ বিশ্বাস॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুরে ‘মানব সম্পদ উন্নয়নে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সোনার বাংলা সমাজকল্যাণ ও ক্রীড়া সংসদের আয়োজনে গতকাল ৭ই জুন বিকালে বহরপুর রেলওয়ে মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংসদের আহ্বায়ক এস.এম হেলাল খন্দকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডঃ শেখ মহঃ রেজাউল করিম, বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোঃ সিরাজুল ইসলাম, বাংলাদেশ নিম ফাউন্ডেশনের চেয়ারম্যান ডঃ নিম হাকিম, জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান মোল্লা এবং অন্যান্যের মধ্যে দৈনিক ইত্তেফাকের ব্যবসা-বাণিজ্য সম্পাদক মোঃ জামাল উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন সোনার বাংলা সমাজকল্যাণ ও ক্রীড়া সংসদের উপদেষ্টা এম.এ কুদ্দুস।
প্রধান অতিথির বক্তব্যে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডঃ শেখ মহঃ রেজাউল করিম বলেন, ‘বর্তমান সরকারের প্রধানমন্ত্রী মানব সম্পদ উন্নয়নে কাজ করে যাওয়ার তাগিদ দিয়েছেন। সে জন্যই ঈদে বাড়ীতে এসে আপনাদের সাথে কিভাবে মানব সম্পদ উন্নয়নে কাজ করা যায় সেই লক্ষ্যে আজকের এই আলোচনা। আগামী জুন মাসে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা করা হবে। অর্থ মন্ত্রণালয় ৫ লক্ষ ২২হাজার কোটি টাকার এই বাজেট তৈরী করছে। বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা দুর্নীতি। দুর্নীতি যদি বাধা হয়ে না দাঁড়ায় তাহলে আগামী বাজেট বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা সরকারী কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে কাজ করতে চাই। পারস্পরিক সহযোগীতা ও সহমর্মিতা নিয়ে কাজ করতে পারলে দেশ আরও সামনের দিকে অগ্রসর হবে। আমি আপনাদের সন্তান হিসেবে সবাইকে সাথে নিয়ে এলাকার জন্য কাজ করে যেতে চাই। এছাড়া আমার অন্য কোন উদ্দেশ্য নাই। চাকরী জীবনে আমার ২১টি দেশ ভ্রমণের সুযোগ হয়েছে। সব জায়গায়ই দেখেছি আমাদের স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সম্মানের নাম। সেসব দেশের মানুষ বাংলাদেশের অগ্রযাত্রা নিয়ে আমার কাছে জানতে চেয়েছে। আমি তাদেরকে বলেছি আমাদের উন্নয়ন ও অগ্রযাত্রার মূল কান্ডারী হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ভিশন অনুযায়ী আমাদের দেশ এগিয়ে যাচ্ছে।’
এছাড়াও সভায় মানসম্মত শিক্ষা, কারিগরি শিক্ষাকে অধিক গুরুত্ব দেয়া এবং সকল পেশাজীবী ও বিভিন্ন খাতের শ্রমিকদের উপযুক্ত প্রশিক্ষণ প্রদানসহ মানব সম্পদ উন্নয়নে করণীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।