॥চঞ্চল সরদার॥ রাজবাড়ী শহরের ধুনচী এলাকার গোদার বাজার ঘাটে পদ্মার পাড়ে ঈদের দ্বিতীয় দিন গতকাল শুক্রবারে ছিল মানুষের উপচে পড়া ভীর।
সরেজমিনে ঘুরে দেখা যায় সকাল থেকেই রাজবাড়ী জেলার বিভিন্ন প্রান্ত থেকে নানা শ্রেণীর মানুষ তাদের পরিবার পরিজন নিয়ে এখানে আসতে শুরু করেছে। সে সময় হাজার হাজার মানুষের মিলন মেলায় পরিনিত হয় পদ্মার পাড়। রাত ৮টা প্রযন্ত মানুষের আনাগোনা দেখা যায়।
ঈদকে সামনে রেখে এখানে মানুষের আনন্দ দেবার জন্য নিয়ে আসা হয়েছে নাগর দোলাসহ বিভিন্ন জিনিস। এছাড়াও নদীতে ছিল ছোট ছোট নৌকা ও ট্রালারের ব্যবস্থা।
দর্শনাথী মোঃ গোলজার হোসেন জানান, আমি পরিবার নিয়ে এখানে ঘুরতে আসছি। এখানে যেভাবে মানুষ দেখতেছি তাতে করে এখানে আরো বসার জায়গা করার দরকার। যেহেতু এখানে ভাঙ্গন আছে তাই সেটার ব্যবস্থা নেওয়ার দরকার। নিরাপত্তার ব্যবস্থার জোরদার করা দরকার। এখানে আরো অনেক আকর্ষনীয় জিনিস আনতে হবে। ইকোপার্কের মতন ব্যবস্থা করলে ভালো হবে। আমাদের রাজবাড়ীতে তেমন কোন বিনোদন এর জায়গা নেই।
আরেক দর্শনাথী বলেন, প্রমত্তা পদ্মা নদীর তীরে রাজবাড়ী শহর এখানে বলতে গেলে একমাত্র বিনোদনের স্থান হচ্ছে পদ্মার নদীর পার। দেখা যায় কোন সাধারণ সময় বা ধমীয় উৎসবে এখানে রাজবাড়ীবাসী একত্রিত হয়। এখানে এসে তাদের বিনোদনের সময়টা কাটায়। এখানে বসার বেঞ্চ ও বিভিন্ন ধরণের জিনিস ছিল। কিন্তু পদ্মা পাড় ভাঙ্গনে সেই সুযোগগুলো হারিয়ে গেছে।
তিনি গোদার বাজারের পদ্মার পাড়কে পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলার জন্য স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসনের প্রতি আহবান জানান।
রাজবাড়ীর গোদার বাজার পদ্মার পাড়ে মানুষের উপচে পড়া ভিড়
