॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশায় গতকাল ৭ই জুন সন্ধ্যায় মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে ঐতিহাসিক ৬দফা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশিষ্ট সাহিত্য গবেষক অধ্যাপক মোঃ আবুল হোসেন মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অধ্যক্ষ মুক্তিযোদ্ধা এস.এম কায়কোবাদ, পাংশার ইতিহাস গ্রন্থের লেখক শেখ মুহাম্মদ সবুর উদ্দিন, পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি মুহম্মদ ফিরোজ হায়দার ও কবি সরদার আবু জালাল বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাজী মুহম্মদ ফিরোজ হায়দার। অনুষ্ঠানে পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমান, কবি মোল্লা মাজেদ, এবাদত আলী শেখ, মোঃ কামাল উদ্দিন ও জাহাঙ্গীর হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মহান স্বাধীনতা অর্জনে ঐতিহাসিক ৬দফার গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মোক্তার হোসেন।
পাংশায় ঐতিহাসিক ৬দফা দিবস পালিত
