॥হেলাল মাহমুদ॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের ‘বরাট ক্লাব হাউজ’ এর পাঠাগার সম্পাদক শামীম বিশ্বাসের উদ্যোগে এবং বেসরকারী টেলিভিশন চ্যানেল আই-এর সৌজন্যে গতকাল ৬ই জুন দুপুরে বরাট চৌধুরী আব্দুল হামিদ একাডেমী প্রাঙ্গণে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের দাখিল ও এসএসসি/সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৬জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নূরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে ভাইস চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান চৌধুরী আসাদ, ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বরাট ক্লাব হাউজ-এর সভাপতি আমজাদ হোসেন, গোয়ালন্দ আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক ফকীর আব্দুল কাদের, বাহাদুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা আক্তার, দৌলতদিয়া মাদ্রাসাতু সাবি-আল-হাসান এর অধ্যক্ষ আনিসুল ইসলাম, চ্যানেল আই’র মিডিয়া কর্মী রাসেল কবির চৌধুরী, বরাট ক্লাব হাউজের সহ-সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সজল চৌধুরী, আতাউর রহমান, শেখ জাহিদুন নবী, আব্দুর রাজ্জাক ও ফরিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংবর্ধনায় আসা মেধাবী শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন স্বপ্না চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নূরুল ইসলাম বলেন, সরকার শিক্ষা ক্ষেত্রে অনেক সাফল্য অর্জন করেছে। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আপনাদের সন্তানের প্রতি বেশি বেশি উৎসাহ দিবেন। যাতে তারা পড়াশোনায় আরো বেশি মনোযোগী হয়ে এর চেয়েও ভালো ফলাফল উপহার দিতে পারে।