॥এম.এইচ আক্কাছ॥ অস্ট্রেলিয়ায় দুই সপ্তাহের প্রশিক্ষণ শেষে জেলা প্রশাসক মোঃ শওকত আলী রাজবাড়ীতে প্রত্যাবর্তন করেছেন। গতকাল ৪ঠা জুন তিনি ঢাকা থেকে স্বপরিবারে বিকেল সাড়ে ৪টায় দৌলতদিয়া ঘাটে পৌছান। এরপর নিজ কর্মস্থল রাজবাড়ীতে গমন করেন।
জেলা প্রশাসক মোঃ শওকত আলী গত ১৮ই মে দুই সপ্তাহের সরকারী প্রশিক্ষণে অস্ট্রেলিয়ায় যান। গতকাল ৩রা জুন দিনগত রাত ১টায় তিনি অস্ট্রেলিয়া থেকে ঢাকায় পৌঁছান। গতকাল মঙ্গলবার দুপুরে তিনি ঢাকা থেকে স্বপরিবারে সড়ক পথে পাটুরিয়া ঘাট হতে ফেরীতে নদী পার হয়ে দৌলতদিয়া ঘাটে পৌঁছালে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুবায়েত হায়াত শিপলু এবং উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আব্দুল্লাহ আল মামুন দৌলতদিয়ার ৪নং ফেরী ঘাটে তাকে অভ্যর্থনা জানান।
জেলা প্রশাসক দৌলতদিয়া ফেরী ঘাটে নেমে ঈদুল ফিতরে ঘরে মানুষের কথা চিন্তা করে দৌলতদিয়া ঘাট পরিস্থিতির খোঁজ-খবর নেন। এ সময় তিনি অস্ট্রেলিয়ার ঠান্ডা আবহাওয়ার কারণে নিজের কিছুটা অসুস্থতার কথাও প্রকাশ করেন। পরে তিনি স্বপরিবারে নিজ কর্মস্থল রাজবাড়ীর উদ্দেশ্যে রওনা দেন।
অস্ট্রেলিয়া সফর শেষে রাজবাড়ীতে নিজ কর্মস্থলে জেলা প্রশাসকের প্রত্যাবর্তন
